শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট-স্মার্টকার্ড বিতরণ 

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

রাজবাড়ীতে-বীর-মুক্তিযোদ্ধাদের-মাঝে-ডিজিটাল-সার্টিফিকেট-স্মার্টকার্ড-বিতরণ 

রাজবাড়ীতে-বীর-মুক্তিযোদ্ধাদের-মাঝে-ডিজিটাল-সার্টিফিকেট-স্মার্টকার্ড-বিতরণ 

রাজবাড়ী সদর উপজেলার ৩৫৯ জন জীবিত ও মৃত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হল রুমে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। 

বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

সদর উপজেলার ২১৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়। আগত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। 


 

Provaati
    দৈনিক প্রভাতী